
ঘেঁচুমামার কল্পতরু

অজেয় রায়
ঘেঁচুমামার চিঠিটা পেয়ে নাড়ু বেশ ঘাবড়ে গেল। ঘেঁচুমামা লিখেছেন—
স্নেহের নাড়ু,
কেমন আছিস? ভালোভাবে বি. এ. পাস করেছিস জেনে খুশি হলাম। ডিসেম্বরে বড়োদিনের ছুটিতে কলকাতায় আড্ডা না দিয়ে বরং এখানে কদিন ঘুরে যা। এ যুগের এক আশ্চর্যতম আবিষ্কারকে স্বচক্ষে দেখতে চাস তো দেরি না করে চলে আয়।
ইতি তোর
ঘেঁচুমামা
পুঃ এখানে মুরগি বেজায় সস্তা।
...