
গল্প গড়ে গল্প ভাঙে

বুদ্ধদেব গুহ
কোন ছোটোগল্প যে কী করে মাথাতে আসে তা বলা যায় না। তবে বড়ো উপন্যাসের কথা আলাদা। তার আরম্ভ ও শেষ অনেক সময় আগে থেকে ঘোরে-ফেরে। আবার অনেক ধারাবাহিক লেখা আরম্ভ করার পর লিখতে লিখতেই ভাবতে হয়। তা ছাড়া এক একজনের লেখার পদ্ধতি এক একরকম। অনেকে যেমন অগ্রজ ও মহৎ মিতলেখক সাহিত্যিক রমাপদ চৌধুরী সারাবছর ধরে অগণ্য কাপ চা খান, কিছু পান এবং অনেক সিগারেট খেতে খেতে উপন্যাসটি নিয়ে ভাবেন। বছরে উনি মাত্র একটিই উপন্য...