সাপ রাজপুত্র

সাপ রাজপুত্র

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

সাপ রাজপুত্র

Books Pointer Iconউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এক রাজা ছিলেন, তাঁহার নাম ছিল শূরসেন! রাজার পুত্র না থাকায় তাঁহার মনে বড়ই দুঃখ ছিল। সেই দুঃখ দূর করিবার জন্য তিনি অনেক দান ধ্যান, অনেক যাগযজ্ঞ করিলেন। তাহার ফলে শেষে তাঁহার একটি পুত্র হইল বটে, কিন্তু সে সাধারণ লোকের ছেলেপিলের মতন নহে। সে একটি ভীষণ সর্প! যদিও মানুষের মতো কথা কয়!

রাজা মনের দুঃখে বলিলেন, “হায়, হায়! এই সর্প লইয়া আমি কি করিব? ইহার চেয়ে যে পুত্র না হওয়া আমার অনেক ভাল...

Loading...