
শিব বিবাহ যাত্রা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিবের বিবাহ পরম উৎসাহ সবে হৈলা যত্নবান।
পরম সন্তোষে দুন্দুভি নির্ঘোষে ইন্দ্র হৈলা আগুয়ান
নিজগণ লয়ে বর যাত্র হয়ে চলিলা যত অমর।
অপ্সর নাচিছে কিন্নর গাইছে পুলকিত মহেশ্বর ।
ব্রহ্মা পুরোহিত চলিলা ত্বরিত বরকর্ত। নারায়ণ
ইন্দ্রের শাসনে মরুত ভূবনে চলে যত রাজগণ।
কুবের ভাণ্ডারি যক্ষগণ ভারি নানা আয়োজন সাজি।
বায়ু করি বল আপনি, অনল হইলা আতস বাজি!
...