খোলা দরজার ইতিহাস

খোলা দরজার ইতিহাস

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খোলা দরজার ইতিহাস

Books Pointer Iconবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৮ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলচে। মুখুজ্যে বাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে। না, ও সব কিছু না, শুধু চা। আর আছে গরম মুড়ি, কচি শশা, নারকেল কুচি। সন্তোষদা আজ কলকাতা থেকে দু-দিন এসেছেন। পরলোকতত্ত্বের আলোচনা করেন। এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন। নামও আছে।


সন্তোষবাবু এ গ্রামের জামাই। মা...

Loading...