
কুঞ্জবিহারীর দুঃস্বপ্ন

প্রচেত গুপ্ত
তীব্র একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল কুঞ্জবিহারী সামন্তর। এ আবার কেমন স্বপ্ন! ধড়ফড় করে উঠে বসলেন কুঞ্জবিহারী। ঘর অন্ধকার। দিনের আলো দেখে মোটামুটি একটা সময় আন্দাজ করা যায়। রাতের অন্ধকারে সেই সুবিধে নেই। সবই এক মনে হয়। রাত এখন কত? কুঞ্জবিহারীর মনে হল, শরীর কাপছে। খুব সামান্য হলেও কাপছে। তিনি হাত বাড়িয়ে মাথার বালিশটা আঁকড়ে ধরলেন। নড়াচড়ায় বিছানায় হালকা তরঙ্গ উঠল। খাটটা এভাবে...