
কাঠের পা

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথমে খোঁজ পেল হরিয়া মালি।
বেশ বেলা হয়েছে। এ সময়ে প্রফেসর উঠে পড়েন। সোজা রাস্তা ধরে বাদামতলা পর্যন্ত বেরিয়ে আসেন। তারপর বারান্দায় বসে চায়ে চুমুক দেন।
হরিয়াই চা তৈরি করে দেয়। বিস্কুট কেনা থাকে।
হরিয়া উঁকি দিল। দরজা বন্ধ, জানালাগুলোও।
এটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ এই পাহাড়ে জায়গায় শীতের প্রকোপ বেশ বেশি।
একটু পরে হরিয়া দরজায় ধাক্কা দিল। ...