
কাঁটা

কৌশিক মজুমদার
১
“কারা এল গো আমাদের হাউজিং-এ?” জানলা থেকে মুখ না সরিয়েই রণিতা প্রশ্ন করল।
“কে আবার আসবে? আমাদের এখানে আর ফ্ল্যাট খালি আছে নাকি! শেষ ফ্ল্যাটটা তো গত বছর সোহমরা কিনে নিল। মনে নেই?” পেপার ওলটাতে ওলটাতে আলগোছে উত্তর দিল দেবরাজ।
“আরে সেটাই তো ভাবছি! কিন্তু তলায় মুভারস অ্যান্ড প্যাকারস-এর গাড়ি দাঁড়িয়ে আছে। মালপত্র ডাঁই করা। ব্যাপার কী?”
“দ্যাখো ক...