একজন ক্রীতদাস

একজন ক্রীতদাস

হুমায়ূন আহমেদ

একজন ক্রীতদাস

Books Pointer Iconহুমায়ূন আহমেদ
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩০ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কথা ছিল পারুল নটার মধ্যে আসবে।

কিন্তু এল না। বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা। চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগল আমার। মেয়েগুলি বড খেয়ালি হয়।

বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে। সন্ধ্যায় ৬৯৭৬২১ নম্বরে ফোন করো—পারুল। তাদের পাশের বাড়ির ফোন। আগেও অনেকবার ব্যবহার করেছি। কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন? অনেক আলাপআলোচনা করেই কি ঠিক করা হয় নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গা...

Loading...