
এক নম্বর

বুদ্ধদেব গুহ
আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শুভ্রই এখন সবচেয়ে বিখ্যাত হয়ে উঠেছে। নানা দিক দিয়ে। আমরা ডাক্তারি পড়তাম ওর সঙ্গে মেডিকেল কলেজে। আমি জেনারেল ফিজিশিয়ান হই। ভবানীপুরে বাবার চেম্বারেই বসা শুরু করি হাউসসার্জন-এর পিরিয়ড শেষ করার পরে। বাবার সময়ে ভবানীপুর ছিল বড়োলোকদের পাড়া। তখনও ঢাকুরিয়া লেক, যোধপুর পার্কই হয়নি, সল্টলেকের কথা তো ছেড়েই দিলাম। তাই প্র্যাকটিস ভালোই ছিল। ভালো মানে, অর্থাগম ভালো...