
আমার ভূত

সঞ্জীব চট্টোপাধ্যায়
আমার ছেলেকে আমি সাহেব বানাবো।
রঙে নয়। শিক্ষায়, দীক্ষায়, মেজাজে, সহবতে? আমি কালো? আমার ছেলে ঝুল কালো। যখন হাসে, মনে হয় ভাল্লুকে শাঁকালু খাচ্ছে। বাপ হয়ে ছেলের সমালোচনা করা উচিত নয়। বউ ফর্সা, ছেলেটা কেমন যেন আবলুস কাঠের মতো হল? অভিজ্ঞরা বলেন, ভেব না, মেয়ে তোমার মেম হবে। ছেলেরা বাপের দিকে যায়, মেয়েরা মায়ের দিকে। কৃষ্ণ কালো, কোকিল, কালো, কালো চোখের মণি! কালো জগৎ আলো।