
আমার এখনও অনেক দেওয়ার আছে,ফুরোয়নি সব

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তখন-এখন
অনেক কিছু ভেবেছিলাম,
ইচ্ছে ছিল, এই জীবনে ভালো
অনেক বাসব বলে,
ভেবেছিলাম,
থাকব অনেক ভালো ভালো বাসায়
নদীতীরে, বনের ধারে, পাহাড়চূড়ে
বিশ্বজুড়ে,
মনের মতো সঙ্গিনীদের দু-হাত দিয়ে জড়িয়ে ধরে।
ভেবেছিলাম, অনেক-রঙা
ফুল ফোটাব উঁচু-নীচু বাগান করে
নানা-রঙা আবির গুলাল উড়িয়ে দেব
আমার নানান আকাশ ভরে।
মনের মতো সঙ্গি...