
কইতে কথা বাধে

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনতন্নি সরকার২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কইতে কথা বাধে লেখার ভাবনা মাথায় এলে আমার এক সুহৃদ বলেছিলেন, লিখো না, বিপদে পড়বে।
আমি বলেছিলাম, কাউকে আহত করার বিন্দুমাত্র বাসনা আমার নেই। কারও ব্যক্তিজীবন নিয়ে কুৎসা গাওয়ার কথা ভাবছি না। যেমনটি দেখেছি তেমনটি লিখতে চাই।
সুহৃদ জানতে চেয়েছিলেন, লেখো তো গল্প-উপন্যাস। হঠাৎ এসব কেন?
বললাম, সেই কবে থেকে দেখে আসছি, সমসাময়িক লেখকদের সম্প...