
আবারও শিলিগুড়ির দুর্গা রায় এ...

বুদ্ধদেব গুহ
| বুদ্ধদেব গুহ | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনবেলা ০৭ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিলিগুড়ির দুর্গা রায়ের ব্যবসা ছিল উত্তরবঙ্গের ঘুম, দার্জিলিং, কালিম্পং এবং পুরো ডুয়ার্সের যত চা—বাগান ছিল সব বাগানেই পেট্রল সরবরাহ করা। সম্ভবত বার্মা শেল কোম্পানির তেল। আজ আর মনে নেই। অনেকগুলি ছোট ছোট ট্যাঙ্কার ছিল ওঁর। তাতে করে নেপালি ড্রাইভারেরা তেল নিয়ে যেত। ট্যাঙ্কারের ফ্লিট ছিল। তখনও অনেক সাহেব কোম্পানি ছিল চা—বাগানের মালিক। ম্যাকনিল অ্যান্ড মেগর, ডানকান এবং আরও অনেক কোম্পানিই। বাঙা...