
আজ রোববারই

শেখর বসু
টুনটুনের জন্মদিনে মস্ত বড় কেক এসেছিল । কেকের ওপর কিসমিস আর লাল টুকটুকে চেরি ফলের টুকরো ৷ মধ্যিখানে চকোলেট আর ক্রিম দিয়ে বানানো হাসিখুশি একটা পুতুল । চারদিকে চারটে ছোট ছোট মোমবাতি । ছোটরা কেকের চারপাশে দাড়িয়ে হাততালি দিতে দিতে স্তর করে কী যেন বলল। তারপর ফু” দিয়ে মোমবাতি গুলো নিবিয়ে দিয়ে কেক কাটল টুনটুনের মা।
কেকের টুকরো পেল সব্বাই। আহ্, কী দারুণ খেতে কেক খেতে ভাল লেগেছিল সব...