অচেনা

অচেনা

সৈয়দ শামসুল হক

অচেনা

Books Pointer Iconসৈয়দ শামসুল হক
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনকিতাব ভান্ডার১০ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সারারাত যেন ঘুম আসে না আনুর। ট্রেন কখন মহিমপুর পৌঁছুবে সেই ভাবনা তার। হুট করে স্টেশন আসে, ঘুরঘুটি অন্ধকারের মধ্যে প্ল্যাটফরমে ভূতের মতো মানুষগুলোকে ছুটোছুটি করতে দেখা যায়। একটা টেমি হাতে কে ডাকতে ডাকতে চলে যায়– চাচা, চাচাগো, কোথা থেকে যেন খট খট ঘটাং ঘটাং শব্দ উঠতে থাকে, আনু জিগ্যেস করে–হ্যাঁ বাবা এসে গেছি আমরা?

আরে না। তোর ঘুম নেই লক্ষ্মীছাড়া। ঘুমো।


কিন্তু আনু ভয় প...

Loading...