অভিরতি

অভিরতি

আশুতোষ মুখোপাধ্যায়

অভিরতি

Books Pointer Iconআশুতোষ মুখোপাধ্যায়
Books Pointer Iconছোট গল্প

পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গাঁয়ের নামে নাম বউটির।

পাহাড়ঘেঁষা রুম্ফ গ্রামটার নাম ভবানী। আর মহেশকরের ঘরের বউয়ের নাম ভবানীবাঈ।

তা বিয়ের আগে নামের মুখরক্ষা করেছিল বটে মেয়েটা। মারাঠী রাজপুত দলবী। ঘরের মেয়ে। পোষ মানাতে গেলে ফোঁস করে ওঠা স্বভাব। তার ওপর ছেলেবেলা থেকে মাথার ওপর কড়া অভিভাবক না থাকার ফলে অপরিণত বয়সের স্বাধীন ইচ্ছায় বাধা-বিঘ্ন তেমন পড়ে নি। ভাই ফৌজে চাকরি করে। বছরে দু-বছরে কখনো-সখ...

Loading...