অপেক্ষা্চ
হুমায়ূন আহমেদ
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৩ ফেব্রুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বশির মোল্লার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোন কিছুতেই রাগ করেন না।
রেগে যাবার মত কোন ঘটনা যখন ঘটে, তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন–আচ্ছা, আচ্ছা।