
অনাবৃতা

অতীন বন্দ্যোপাধ্যায়
জতুর আজও ঘুম ভেঙে গেল। কোথাও থেকে চাপা কান্নার আওয়াজ—কেউ কাঁদছে। মাথার দিকের জানালা খোলা। গন্ধরাজ লেবুর পাতা ডাল হাওয়ায় দুলছে। তার কেমন ভয় করছিল।
পাশের খাটে মা শুয়ে আছেন।
মা বোধহয় ঠিকই টের পান।
কী হল জতু? ঘুমিয়ে পড়। ও কিছু না।
কেমন ভূতুড়ে মনে হয়, মা কি বোঝেন, জতু ঠিক টের পেয়ে গেছে মধ্য রাতে কেউ কাঁদে। মা কি চান না, জতু জেগে থাক, বিছানায় উঠে বসুক...