
শঙ্কুর কঙ্গো অভিযান

সত্যজিৎ রায়
| সত্যজিৎ রায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রিয় শঙ্কু,
আমার দলের একটি লোকের কালাজ্বর হয়েছে তাই তাকে নাইরোবি পাঠিয়ে দিচ্ছি। তার হাতেই চিঠি যাচ্ছে, সে ডাকে ফেলে দেবার ব্যবস্থা করবে। এই চিঠি কেন লিখছি সেটা পড়েই বুঝতে পারবে। খবরটা তোমাকে না দিয়ে পারলাম না। সবাই কথাটা বিশ্বাস করবে না; বিজ্ঞানীরা তো নয়ই। তোমার মনটা খোলা, নানা বিস্ময়কর অভিজ্ঞতা তোমার হয়েছে, তাই তোমাকেই বলছি।
মোকেলে-ম্বেম্বে কথাটা তোমার চেনা ...