
লাল বল

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পল্লব অবাক হয়ে দেখল, কুড়ি বছর বাদে লাল বলটা আবার মণিপুকুরের জলে ভেসে উঠেছে।
মাঝের প্রত্যেকটা বছর পল্লব এইভাবেই দুর্গাপুজোর নবমীর দিনে, মণিপুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছে। কিন্তু বলটাকে কোনোবারেই দেখতে পায়নি। আজ সেই হারিয়ে যাওয়া বল নিজে থেকেই চোখের সামনে বেরিয়ে এসেছে।
বলটাকে দেখে প্রথমেই যে চিন্তাটা পল্লবের মাথায় এল, তা হল, সামান্য একটা রবারের বল কি এতদি...