মসমাই অর্কিড

মসমাই অর্কিড

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

মসমাই অর্কিড

Books Pointer Iconহিমাদ্রিকিশোর দাশগুপ্ত
Books Pointer Iconবৈজ্ঞানিক কল্পকাহিনী

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা১০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শিলং পাহাড়ে শীতের শুরুতেই এবার বেশ ঠান্ডা পড়েছে। ধুতির ওপর গায়ে গলাবন্ধ কোট, কানঢাকা লাল উলের টুপি পরে পুলিশবাজার ম্যালে শেষ বিকালে বসে ছিলেন নকুড়বাবু। বেঞ্চে পাশে পড়ে ছিল সান্ধ্য ‘শিলং টাইমস।’ কাগজটা পড়া হয়ে গেছে। ‘বড়াপানি লেকে বাইচ ফেস্টিভাল’, ‘গারোপাহাড়ে ধ্বস নেমেছে’, ‘অরফ্যান হাউস থেকে গতকাল একটা বাচ্চা চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে নিখোঁজ’—এছাড়া কাগজে কোনো খবর নেই।

Loading...