
মরুরহস্য (প্রোফেসর শঙ্কু)

সত্যজিৎ রায়
| সত্যজিৎ রায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১০ই জানুয়ারি
নতুন বছরের প্রথম মাসেই একটা দুঃসংবাদ। ডিমেট্রিয়াস উধাও! প্রোফেসর হেক্টর ডিমেট্রিয়াস, বিখ্যাত জীবতত্ত্ববিদ। ভূমধ্যসাগরে অবস্থিত ক্রীট দ্বীপের রাজধানী ইরাক্লিয়ন শহরের অধিবাসী ছিলেন ডিমেট্রিয়াস। আমার সঙ্গে চাক্ষুষ পরিচয় ছিল না, তবে পত্রালাপ হয়েছে বছর তিনেক আগে। ভদ্রলোক প্রাচীন চিকিৎসাশাস্ত্র নিয়ে গবেষণা করছেন জানতে পেরে আমি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের কিছু খবর দিয়ে তা...