
বোষ্টমবুড়ির বাগান

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সত্যিই কোনো দরকার নেই। তবু শিল্পপতি শঙ্কর মণ্ডল প্রতিদিন রাত বারোটায় একবার তাঁর নতুন ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরে যান।
আসলে এই কাজটা তার ভালো লাগে। সকাল আটটা থেকে রাত দশটা অবধি যে বিরাট দোকানটা শয়ে শয়ে নারীপুরুষের গলার আওয়াজে গমগম করে, এই মাঝরাতে সেই পুরো জায়গাটাই কীরকম অদ্ভুত শান্ত হয়ে যায়।
ঝকঝকে মার্বেলের মেঝে একটু আগেই শেষবারের মতন ধুয়ে মুছে দিয়ে চ...