ফাঁসির আসামি

ফাঁসির আসামি

হরিনারায়ণ চট্টোপাধ্যায়

ফাঁসির আসামি

Books Pointer Iconহরিনারায়ণ চট্টোপাধ্যায়
Books Pointer Iconবৈজ্ঞানিক কল্পকাহিনী

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এ কাহিনি কাউকে কোনোদিন বলিনি। জানি, বললেও কেউ বিশ্বাস করবে না।

আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে।

অনেক বছর আগের কথা।

আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি ...

Loading...