
প্রোফেসর শঙ্কু ও ইউ.এফ.ও.

সত্যজিৎ রায়
| সত্যজিৎ রায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০২ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১২ই সেপ্টেম্বর
ইউ. এফ.ও. অর্থাৎ আনআইডেনটিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। এই ইউ.এফ.ও. নিয়ে যে কী মাতামাতি চলছে গত বিশ-পঁচিশ বছর ধরে! সারা বিশ্বে বহু সমিতি গড়ে উঠেছে, যাদের কাজই হল এই ইউ.এফ.ও.-এর চর্চা। কতরকম ছবি যে সংগ্রহ হয়েছে এবং কাগজে ছাপানো হয়েছে এই উড়ন্ত বস্তু, তার হিসেব নেই। এই সব সমিতির সভ্যরা মনেপ্রাণে বিশ্বাস করেন যে, ভিন্গ্রহের প্রাণীরা হরদম রকেটে করে উড়...