
নাথু

লীলা মজুমদার
আমার বন্ধু বটু নিজে কখনও নাথুকে দেখেনি। গল্প শুনেছে। ওর দাদুর বাড়িতে সে আসত। দাদু বললেন, “ওর ভালো নাম হল নাথিং, তার থেকেই ছোট করে হয়েছে নাথু। দেখিসনি, কেমন কেউ-না হয়ে থাকে। ঘরে থাকলেও মালুম দেয় না। আগে নাকি কোন সার্কাসের ম্যাজিশিয়ানের চ্যালা ছিল। ম্যাজিশিয়ান মলে অর্ডার-সাপ্লায়ার হয়েছে।”
যা বলা যায় এনে দেয়। ইনকম ট্যাক্সফ্যাক্স দেয় না নিশ্চয়। পারমিটেরো ধ...