
তারা তিন জন

হুমায়ূন আহমেদ
| হুমায়ূন আহমেদ | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা৩০ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাঠঃ ০১
লী আকাশের দিকে তাকাল।
লী যা করে, অন্য দুজনও তাই করে। তারাও আকাশের দিকে তাকাল। আকাশের রঙ ঘন হলুদ। সন্ধ্যা হয়ে আসছে বলেই হলুদ রঙ ক্ৰমে ক্ৰমে ঘঘালাটে সবুজ বর্ণ ধারণ করছে।
লী হঠাৎ বলল, আকাশের বাইরে কী আছে?
এই প্রশ্ন আগেও অনেক বার করা হয়েছে, তবু প্রতিবারই মনে হয় এই যেন প্রথম বারের মতো করা হল। অয়ু মৃদু স্বরে বলল, আকাশের বাইরে আছে আকাশ।
তার বাই...