
জীবন নদীর তীরে

শৈলজানন্দ মুখোপাধ্যায়
| শৈলজানন্দ মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কলিকাতা শহরে মনের মত বাড়ি আর মিলিতেছিল না—বাড়ি খুজিয়া খুজিয়া হয়রান হইয়া গেলাম। শেষে একদিন সন্ধ্যাবেলা রাস্তায় তখন গ্যাস জ্বলিয়াছে, একটা গলির মোড়ে দাঁড়াইয়া বাড়িগুলির দিকে তাকাইয়া To let-এর সন্ধান করিতেছি, এমন সময় এক ভদ্রলোক আসিয়া আমার পাশে দাঁড়াইলেন। ভাবিলাম, হয়ত কিছু চাহিবেন, কাজেই সেদিক হইতে ইচ্ছা করিয়াই মুখ ফিরাইলাম।
কিন্তু কিছুই তিনি চাহিলেন না। বলিলেন, ...