
চাঁদের সেই প্রহরীটি
রণেন ঘোষ
পূর্ণিমার চাঁদ তো আপনারা সকলে দেখেন, দেখেছেন এবং দেখবেনও। কিন্তু ১৯৯৬ সালের গ্রীষ্মকালের শেষ পূর্ণিমায় আপনারা কেউ চাঁদ দেখেছেন কি! তবে কেউ যদি ওই সময়ে চাঁদের ডান দিকে খাঁজকাটা অংশটা বিশেষভাবে দেখে থাকেন, তাহলে ঠিক রাত সাতটার সময় ওইখানে এক গোলাকার কালো বস্তুকে নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, খালি চোখেই দেখা গিয়েছিল। ওইটাই বিরাট বড় বড় পাহাড় দিয়ে ঘেরা চাঁদের মধ্যে সবচেয়ে সুন্দর সমতল ভূমি। মেয...