
কুয়াশার আড়ালে ওরা আসে

সৈকত মুখোপাধ্যায়
| সৈকত মুখোপাধ্যায় | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
চোখ মেলার পরেও সুমন্ত বুঝতে পারছিল না, এমন হঠাৎ করে কেন তার ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়েই সে দেখতে পাচ্ছিল জানলার কাচে লেপটে রয়েছে ঘন অন্ধকার। সকাল হতে এখনও অনেক দেরি। কোনো দুঃস্বপ্ন দেখেছে বলেও তো মনে পড়ছে না। তাহলে?
ঠিক সেই সময়েই সুমন্ত শিসের শব্দটা শুনতে পেল।
অনেক দূর থেকে যেন ভেসে এল আওয়াজটা। খুব নিচু পর্দায় বাঁধা একটা শিস। ছোট্ট এবং সাবধানী শব্দটা একবার...