
এমনও তো হতে পারে
রণেন ঘোষ
| রণেন ঘোষ | |
| বৈজ্ঞানিক কল্পকাহিনী |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক৩০ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তারপরেই মাত্র দু-সেকেন্ড… দু-সেকেন্ডের মধ্যেই পৃথিবী আবার ফিরে যাবে তার জন্ম মুহূর্তে। জ্বলন্ত অগ্নিপিণ্ডে রপান্তরিত হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাবে আমাদের পৃথিবী… বলতে বলতে গর্বে উজ্জ্বল হয়ে উঠল বিজ্ঞানীর মুখমণ্ডল।
সন্ধ্যা ঘন হয়ে এসেছে ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের চারপাশে। চায়ের টেবিলের সামনে মুখোমুখি বসে আছে বিজ্ঞানী ও তার স্ত্রী।
মাত্র দু-সেকেন্ড… তারপরেই সব শেষ…