হেমন্ত যেখানে থাকে
হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে
সাড়া থাকে, সচ্ছলতা থাকে।
মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা
গাছেদের কাছে নেই
হেমন্ত বার্ধক্য নিতে আসে
খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কু...

হেমন্ত যেখানে থাকে

শক্তি চট্টোপাধ্যায়
| শক্তি চট্টোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনমৌসুমী দাস২৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে
সাড়া থাকে, সচ্ছলতা থাকে।
মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা
গাছেদের কাছে নেই
হেমন্ত বার্ধক্য নিতে আসে
খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কু...