হতভাগ্যের গান

হতভাগ্যের গান

রবীন্দ্রনাথ ঠাকুর

হতভাগ্যের গান

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বন্ধু,

কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস!

হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস।

রিক্ত যারা সর্বহারা

সর্বজয়ী বিশ্বে তারা,

গর্বময়ী ভাগ্যদেবীর নয়কো তারা ক্রীতদাস।

হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস।

আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চরি।

আমার দুখের বক্র মুখের চক্র ...

Loading...