সূর্যপ্রতিম

সূর্যপ্রতিম

জীবনানন্দ দাশ

সূর্যপ্রতিম

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমরণ কেবলই বিপন্ন হয়ে চলে

তারপর যে বিপদ আসে

জানি

হৃদয়ঙ্গম করার জিনিস;

এর চেয়ে বেশি কিছু নয়।

বালুচরে নদীটির জল ঝরে,

খেলে যায় সূর্যের ঝিলিক,

মাছরাঙা ঝিকমিক্ করে উড়ে যায়,

মৃত্যু আর করুণার দুটো তরোয়াল আড়াআড়ি

গ’ড়ে ভেঙে নিতে চায় এই সব সাঁকো ঘর বাড়ি;

নিজেদের নিশিত আকাশ ঘিরে থাকে।


এ রকম হয়েছে অনেক দিন–রৌদ্রে বাতা...

Loading...