স্পর্শ

স্পর্শ

মহাদেব সাহা

স্পর্শ

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার শরীরে হাত আকাশ নীলিমা স্পর্শ করে

ভূমণ্ডল ছেয়ে যায় মধ্যরাতে বৃষ্টির মতন

মুহূর্তে মিলায় দুঃখ, দুঃখ আমাকে মিলায়

জলের অতল থেকে জেগে ওঠে মগ্ন চরাচর

দেশ হয় দেশ, নদী হয় পূনর্বার নদী

নৈঃশব্দ্য নিরুণ হাতে করতালি দেয়

নিসর্গ উন্মুক্ত করে সারাদেহে নগ্ন শরীর

কোন খানে রাখি তুলে দেহের বিস্তার

তোমার শরীরে হাত দীর্ঘতর আমার শরীর;

তোমার শরী...

Loading...