সিংহ ও গাধা ও অন্যান্য

সিংহ ও গাধা ও অন্যান্য

হুমায়ুন আজাদ

সিংহ ও গাধা ও অন্যান্য

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


১.

মানুষ সিংহের প্রশংসা করে,

তবে গাধাকেই আসলে পছন্দ করে।

আমার প্রতিভাকে প্রশংসা করলেও

ওই পুঁজিপতি গাধাটাকেই

আসলে পছন্দ করো তুমি।

.

২.

তোমাকে নিয়ে এতোগুলো কবিতা লিখেছি।

তার গোটাচারি শিল্পোত্তীর্ণ

আর অন্তত একটি কালোত্তীর্ণ।

এতেই সবাই বুঝবে তোমাকে আমি পাই নি কখনো।

.

৩.

প্রাক্তন দ্রোহীরা যখন অর্ঘ্য পায়...

Loading...