সাধ

সাধ

রবীন্দ্রনাথ ঠাকুর

সাধ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অরুণময়ী তরুণী উষা

জাগায়ে দিল গান।

পুরব মেঘে কনকমুখী

বারেক শুধু মারিল উঁকি,

অমনি যেন জগৎ ছেয়ে

বিকশি উঠে প্রাণ।

কাহার হাসি বহিয়া এনে

করিলি সুধা দান।

ফুলেরা সব চাহিয়া আছে

আকাশপানে মগন-মনা,

মুখেতে মৃদু বিমল হাসি

নয়নে দুটি শিশির-কণা।

আকাশ-পারে কে যেন ব'সে,

ত...

Loading...