
শিবপ্রতি লক্ষ্মীর উপদেশ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কহে লক্ষ্মী শুন গৌরীপলি।
কহিতে না বাক্য সরে অন্ন নাহি মোর ঘরে
আজি বড় দৈবের দুর্গতি।
আমি লক্ষ্মী সর্ব্বঠাঁই মোর ঘরে অন্ন নাই
ইহাতে প্রত্যয় কেবা করে।
শুনিয়া শঙ্কর কন" ফিব্বিলাম ত্রিভুবন
এই কথা সকলের ঘরে।
গুমান হইল গুঁড়া না মিলিল খুদ কুঁড়া
ফিরিমু সকল পাড়া পাড়া।
হাভাতে যদ্যপি চায় সাগর শুখায়ে যায়
হেদে লক্ষ্মী হৈল লক্ষ্মীছাড়া