
শিবনিন্দায় সতীর দেহত্যাগ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সভাজন শুন : জামাতার গুণ : বয়সে বাপের বড়।
কোন গুণ নাই : যেথা সেথা ঠাঁই : সিদ্ধিতে নিপূণ দড়।।
মান অপমান : সুস্থান কুস্থান : অজ্ঞান জ্ঞান সমান।
নাহি জানে ধর্ম্ম : নাহি মানে কর্ম্ম : চন্দনে ভস্ম জ্ঞেয়ান।।
যবনে ব্রাহ্মণে : কুক্কুরে আপনে : শ্মশানে সরগে সম।
গরল খাইল : তবু না মরিল : ভাঙ্গড়ের নাহি যম।।
সুখে দুঃখ জানে : দুঃখে সুখ মানে : পরলোকে নাহি ভয়।
ক...