লুম্পেনদের লিরিক

লুম্পেনদের লিরিক

নবারুণ ভট্টাচার্য

লুম্পেনদের লিরিক

Books Pointer Iconনবারুণ ভট্টাচার্য
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।



রোজ রাত্তিরে আমাদের জুয়ায়

কেউ না কেউ জিতেই নেয় চাঁদ

চাঁদ ভাঙিয়ে আমরা খুচরো তারা

করে নিই


আমাদের পকেটগুলো ফুটো

সেই ফুটো দিয়ে গলে

সব তারা পড়ে যায়

উড়ে চলে যায় তারা আকাশে


তখন আমাদের ফ্যাকাশে চোখে ঘুম আসে

স্বপ্নের বাকুনিতে আমরা থরথর করে কাঁপি

আমাদের নিয়ে রাত চলতে থাকে


Loading...