রাখালী

রাখালী

জসীম উদ্দীন

রাখালী

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এই গাঁয়েতে একটি মেয়ে চুলগুলি তার কালো কালো,

মাঝে সোনার মুখটি হাসে আঁধারেতে চাঁদের আলো।

রানতে বসে জল আনতে সকল কাজেই হাসি যে তার,

এই নিয়ে সে অনেক বারই মায়ের কাছে খেয়েছে মার।

সান করিয়া ভিজে চুলে কাঁখে ভরা ঘড়ার ভারে

মুখের হাসি দ্বিগুণ ছোটে কোনমতেই থামতে নারে।


এই মেয়েটি এমনি ছিল, যাহার সাথেই হত দেখা,

তাহার মুখেই এক নিমেষে ছড়িয়ে যেত হ...

Loading...