
মেঘ

রবীন্দ্রনাথ ঠাকুর
আদি অন্ত হারিয়ে ফেলে
সাদা কালো আসন মেলে
পড়ে আছে আকাশটা খোশ - খেয়ালি ,
আমরা যে সব রাশি রাশি
মেঘের পুঞ্জ ভেসে আসি ,
আমার তারি খেয়াল , তারি হেঁয়ালি ।
মোদের কিছু ঠিক - ঠিকানা নাই ,
আমরা আসি , আমরা চলে যাই ।
ওই - যে সকল জ্যোতির মালা
গ্রহতারা রবির ডালা
জুড়ে আছে নিত্যকালের পসরা ,
ওদের হিস...