মুক্তি

মুক্তি

কাজী নজরুল ইসলাম

মুক্তি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

রানিগঞ্জের অর্জুনপটির বাঁকে

যেখান দিয়ে নিতুই সাঁঝে ঝাঁকে ঝাঁকে

রাজার বাঁধে জল নিতে যায় শহুরে বউ কলস কাঁখে –

সেই সে বাঁকের শেষে

তিন দিক হতে তিনটে রাস্তা এসে

ত্রিবেণির ত্রিধারার মতো গেছে একেই মিশে।

তেমাথার সেই ‘দেখাশুনা’ স্থলে

বিরাট একটা নিম্ব গাছের তলে,

জটওয়ালা সে সন্ন্যাসীদের জটলা বাঁধত সেথা,

গাঁজার ধুঁয়ায় পথের লোকের ...

Loading...