মাতার আহ্বান

মাতার আহ্বান

রবীন্দ্রনাথ ঠাকুর

মাতার আহ্বান

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বারেক তোমার দুয়ারে দাঁড়ায়ে

ফুকারিয়া ডাকো জননী!

প্রান্তরে তব সন্ধ্যা নামিছে,

আঁধারে ঘেরিছে ধরণী।

ডাকো, ‘চলে আয়, তোরা কোলে আয়।’

ডাকো সকরুণ আপন ভাষায়;

সে বাণী হৃদয়ে করুণা জাগায়,

বেজে ওঠে শিরা ধমনী—

হেলায় খেলায় যে আছে যেথায়

সচকিয়া উঠে অমনি।


আমরা প্রভাতে নদী পার হনু,

ফিরিনু কিসের দুরাশে।

পরের উ...

Loading...