
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
বেকুব চাদরে বারবার সব ফোঁপরা মৃতকে ঢেকে
মনে হয় যেন আমাদের এই চিরঅভ্যাস থেকে
দিলাম তাহারে ফলবান ক’রে নিখিলের হাতে তুলে।
নিমেষেই যেন মৌন মূর্তি নদীর পানীয় তুলে
ফল ছিঁড়ে ফেলে প্রত্যাগমন করিল রঙিন ফুলে
আমাদের এই বজ্র আঁটুনি যেন ক্লীবতম ফাঁস
আমাদেরই লোল পরিধানগুলো পোলট্রির বালিহাঁস।...