মণীন্দ্র প্রয়াণ

মণীন্দ্র প্রয়াণ

কাজী নজরুল ইসলাম

মণীন্দ্র প্রয়াণ

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দানবীর, এতদিনে নিঃশেষে

করিলে নিজেরে দান।

মৃত্যুরে দিলে অঞ্জলি ভরি

তোমার অমৃত প্রাণ।

অমৃতলোকের যাত্রী তোমরা

পথ ভুলে আস, তাই

তোমাদের ছুঁয়ে অমর মৃত্যু

আজিও সে মরে নাই।

স্বর্গলোকের ইঙ্গিত – আস

ছল করে ধরাতল,

তোমাদেরে চাহি ফোটে ধরণিতে

ধেয়ানের শতদল।

রৌদ্র-মলিন নয়নে বুলাও

স্বপনলোকের মায়া,

<...
Loading...