ব্যাঘাত

ব্যাঘাত

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাঘাত

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোলে ছিল সুরে-বাঁধা বীণা

মনে ছিল বিচিত্র রাগিণী ,

মাঝখানে ছিঁড়ে যাবে তার

সে কথা ভাবি নি ।

ওগো আজি প্রদীপ নিবাও ,

বন্ধ করো দ্বার —

সভা ভেঙে ফিরে চলে যাও

হৃদয় আমার ।

তোমরা যা আশা করেছিলে

নারিনু পুরাতে —

কে জানিত ছিঁড়ে যাবে তার

গীত না ফুরাতে ।

ভেবেছিনু ঢ...

Loading...