
বেদূইন

জীবনানন্দ দাশ
ধবল কঙ্কাল যেথা দিকে দিকে রয়েছে ছড়ায়ে
অন্তহীন বালুকা জড়ায়ে,
দিবানিশি জুলিতেছে লক্ষ চুল্লিশিখা
পথে পথে দৈন্য যেথা, গ্লানি বিভীষিকা,
নিঃসহায় প্ৰাণ,
মরুভূ-ঝটিকা গর্জে দিকে দিকে ক্ষিপ্ত, বহ্নিমান!
কোটি কোটি বিষতীব্র ভুজঙ্গম ফণার ঘূর্ণনে
মরীচিকা জাগে ক্ষণে ক্ষণে—
মোহের মাধুরী মাখা মৃত্যুর পাথার!
—শ্যামা বসুন্ধরা ত্যজি সেই পথে তুমি ক...