
বেদনাকে বলেছি কেঁদো না

হেলাল হাফিজ
| হেলাল হাফিজ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনকমলা কান্ত২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উৎসর্গ
কোকিলা খাতুন (আম্মা)
কবি খোরশেদ আলী তালুকদার (আব্বা)
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,–
তুমি সুখী হবে, খুব সুখী হবে।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর
তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নিলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন কর...